• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আদমজী ইপিজেডের আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রকাশ:  ১৭ জুন ২০২২, ১৯:০৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে এসেছে। তবে বন্ধ রয়েছে নারায়ণগঞ্জসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় আগুনের প্রাথমিক সূত্রপাত হলেও সকাল সাড়ে ১০টার দিকে গ্যাসলাইন ফেটে বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর সাড়ে আট ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাত পরে বলা যাবে। কোনো হতাহত নেই।

তিনি আরও বলেন, শুরুতে গ্যাস সরবরাহ বন্ধ না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে গ্যাস সরবরাহ বন্ধ হওয়াতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং চলছে।

পূর্বপশ্চিম- এনই

অগ্নিকাণ্ড,আদমজী ইপিজেড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close