• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জেসিসি বৈঠকে যোগ দিতে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ১৮ জুন ২০২২, ১৩:৫৯ | আপডেট : ১৮ জুন ২০২২, ১৪:০৭
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তম যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠকে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (১৯ জুন) নয়াদিল্লিতে (জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ জুন) শনিবার দুপুরে ভারতের উদ্দেশে রওনা হবেন ড. মোমেন। জেসিসি বৈঠকে ঢাকার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও নয়াদিল্লির পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেতৃত্ব দেবেন।

সফরকালে বাংলাদেশ-ভারতের মধ্যে যোগাযোগ, পানি, কানেকটিভিটি, নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্যসহ সব বিষয় আলোচনা হবে। ১৮ জুন দিল্লিতে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন।

দিল্লি সফরের বিষয়ে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, জেসিসি বৈঠকে দুই দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তবে জ্বালানি নিরাপত্তা ইস্যুতে আমরা এবার জোর দিচ্ছি। জেসিসি বৈঠকের আগে যৌথ নদী কমিশনের বৈঠক না হলেও পানি বণ্টন ইস্যুতে আলোচনা হবে বলেও জানান মন্ত্রী।

এর আগে ২৭ মে আসাম সফর করেন ড. এ কে আব্দুল মোমেন। সেখানে তিনি নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দেন।

পূর্বপশ্চিমবিডি/এনজে

জেসিসি বৈঠকে,যোগ দিতে,ভারত যাচ্ছেন,পররাষ্ট্রমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close