• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সিলেটে ২৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রকাশ:  ১৯ জুন ২০২২, ১৬:২৮
সিলেট প্রতিনিধি

২৬ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেট রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সেপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে এসে পৌঁছেছে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সিলেটের সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল বন্ধের ২৬ ঘণ্টা পর আবারও তা স্বাভাবিক হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে এসে পৌঁছেছে। বেলা ৩টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়াও বাকি আন্তঃনগর ট্রেনগুলো পর্যায়ক্রমে চালু হবে।

উল্লেখ্য, শনিবার দুপুরে বন্যার পানি ঢুকে পড়ায় সিলেট রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে সিলেট স্টেশন থেকে সরাসরি ট্রেন না চললেও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলাচল অব্যাহত ছিল।

পূর্বপশ্চিম- এনই

সিলেট,ট্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close