• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পদ্মা ও যমুনায় পানি বাড়ছে, ৮ পয়েন্টে বিপৎসীমার উপরে

প্রকাশ:  ০১ জুলাই ২০২২, ১৫:২০
নিজস্ব প্রতিবেদক

পদ্মা ও যমুনা নদীর পানি আবারও বাড়ছে। ৮টি পয়েন্টে পানি বিপৎসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার ( ১ জুলাই) বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, পদ্মা ও যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা যমুনায় আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পাবে ও পদ্মায় ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও এটিও আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পাবে। এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল নদ-নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১০৯টি পর্যবেক্ষণাধীন পয়েন্টের মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ৬১টি পয়েন্টের। হ্রাস পেয়েছে ৪১টি পয়েন্টে আর অপরিবর্তিত রয়েছে ৭০টি। দেশের ৮টি পয়েন্টে পানি বিপৎসীমার উপরে।

পূর্বপশ্চিম- এনই

পদ্মা নদীর পানি,যমুনার পানি,বন্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close