• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী রজব আলী গ্রেপ্তার

প্রকাশ:  ০২ জুলাই ২০২২, ২৩:৫৯
নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কে এম আমিনুল হক ওরফে রজব আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রজব আলী দণ্ড নিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল বলে জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তারা।

শনিবার (২ জুলাই) রাতে র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল-মঈন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, এ বিষয়ে রোববার (৩ জুলাই) সকালে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব জানায়, ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে রজব আলী হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ করেছিল। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

পূর্বপশ্চিম/ম

মানবতাবিরোধী অপরাধ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close