• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

রাজধানীর পশুর হাটে বিকিকিনি জমজমাট

প্রকাশ:  ০৮ জুলাই ২০২২, ১৬:৩৬ | আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৬:৩৯
নিজস্ব প্রতিবেদক

ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বিকিকিনি বেড়েছে। তবে বাড়তি দামের কারণে অনেক ক্রেতার নাগালের বাইরে পছন্দের পশু। প্রতিবারের মতো এবারও দাম বেশি-কম নিয়ে ক্রেতা ও বিক্রেতার ধুন্ধমার বিতর্ক চলছে।

শুক্রবার (৮ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, কোরবানির পশুতে কানায় কানায় পূর্ণ। তিল ধারণের ঠাঁই নেই কোনো হাটে। মাঠজুড়ে সারি সারি সাজানো নানা রং ও আকারের গবাদি পশু। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর প্রতিটি হাট। দিন শেষে দরকষাকষির পর ক্রেতারা সাধ্যমতো নিজেদের পছন্দের পশু কিনেই বাড়ি ফিরছেন। দালালচক্র এবং চাঁদাবাজি এড়াতে প্রতিটি হাটেই রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পর্যাপ্ত সদস্য। হাতে আর বেশি সময় না থাকায় ভ্যাপসা গরম উপেক্ষা করে সকাল থেকেই হাটে ছুটছেন ক্রেতারা।

হাটে ছোট ও মাঝারি ধরনের গরুর বিক্রি ভালো হলেও দুশ্চিন্তায় বড় গরুর বিক্রেতারা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কায় তারা। ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে মানুষের কোরবানির সাধ্য কমেছে, তাই বড় গরু বিক্রি কম।

গরুর দাম বেশি অভিযোগ করে একজন ক্রেতা বলেন, পছন্দের গরুর রয়েছে। অনেক গরু পছন্দ হয়েছে কিন্তু দরদামে হচ্ছে না। গরুর দাম অনেক বেশি। গত বারের চেয়ে অনেক বেশি চায়। গরুর দাম কম হলেও আগের তুলনায় ৪০ থেকে ৫০ শতাংশ বেশি। তবে গরু পর্যাপ্ত রয়েছে। তবে বিক্রেতারা বলছেন, গো-খাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে খরচ বেড়েছে। তাই লোকসানে পশু বিক্রি করবেন না তারা।

উল্লেখ্য, রাজধানীর দুই সিটি করপোরেশনের ২১টি হাটে এবার বিক্রি হচ্ছে কোরবানির পশু।

পূর্বপশ্চিম- এনই

পশুর হাট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close