• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঈদের একদিন আগে বড় গরুর দাম কমছে

প্রকাশ:  ০৯ জুলাই ২০২২, ১৭:১০
নিজস্ব প্রতিবেদক

পাবনা থেকে গরুর নিয়ে আফতাবনগর হাটে এসেছেন ব্যাপারী মো. আলমগীর। হাটে কেনাবেচা কেমন- দামই বা কত জানতে তার সঙ্গেই কথা হলো।

তিনি বলেন, ছোট ও মাঝারি আকারের গরুর দাম কমেনি। এ ধরনের গরু আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে দাম কমেছে এক লাখ টাকার উপরের গরুর। গরুর আকারে যত বড়, দাম তত কম।

সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে আসা লোকমান হোসেনও বললেন একই কথা। তিনি বলেন, ‘এবার বড় গরু দামের দিক থেকে সব ধরা। তবে ভালো দাম পাচ্ছে ছোট মাঝারি আকারের গরু।’

তিনি জানান, ‘গতকাল ছোট আকারের কয়েকটি গরু বিক্রি করেছি ৬৮ থেকে ৭২ হাজার টাকায়।’

ঢাকায় কোরবানির পশুর হাটে কেনাবেচার সিংহভাগই হয় মূলত ঈদের আগের দিন। এদিন চাহিদা বেশি থাকলে দামও বাড়ে, আবার চাহিদা কমে গেলে দাম একেবারেই পড়ে যায়।

লোকমান হোসেন বলেন, ‘আজও গরু গরু সেম দাম বিক্রি করছি। কারণ, আমরা চাই না বিক্রি না করে গরু ফেরত নিয়ে যাই। আবার লোকসানেও বিক্রি করতে চাই না।’

শেষ দিকে পরিস্থিতি বুঝে দাম বাড়া-কমার কথা জানান কুমিল্লা দাউদকান্দির জয়নাল মিয়া। তিনি বলেন, ‘গরুর সংখ্যা কমে এসেছে। ক্রেতাও খুব একটা নেই। তবে সন্ধ্যা নাগাদ যদি ক্রেতা থাকে কিন্তু পশু কমে যায় তাহলে দাম বাড়তেও পারে। তবে সেটি বড় গরুর ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা নেই।’

ময়মনসিংহ থেকে আসা বেপারী আব্দুস সাত্তার মিয়া বলেন, ‘জানি না কফালে কী আছে? ২০টা গরু নিয়া আনছিলাম। ‌ এহনও নয়ডা বাহি।’

ইতিমধ্যে গরু থেকে কিছুটা লাভের মুখ দেখায় বাকিগুলো তুলনামূলক কমে ছেড়ে দিতে আপত্তি নেই সাত্তারের। বলেন, ‘খরচের টাহা উটলেই ছাইড়া দেয়াম। নাইলে আবার গরু লইয়া বাড়িত ফিরতে অইব।’

পূর্বপশ্চিম/ম

গরু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close