• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

ঢাকা উত্তরে ৮০, দক্ষিণে ৬০ শতাংশ বর্জ্য অপসারণ

প্রকাশ:  ১০ জুলাই ২০২২, ১৯:০৬ | আপডেট : ১০ জুলাই ২০২২, ২০:২৯
নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকা থেকে ৮০ শতাংশ এবং দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে ৬০ শতাংশ কুরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।

রোববার বিকাল পর্যন্ত দুই সিটি করপোরেশনের আওতাধীন ১৪টি ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাকা উত্তরের জনসংযোগ কর্মকর্তা মোকবুল হোসাইন জানান, কুরবানি শেষ হওয়ার পর বিকাল ৪টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮০ শতাংশ বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। এ ছাড়া ১১টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। এই ওয়ার্ডগুলো হলো- ৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ ও ৫৪।

দক্ষিণের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, বিকাল ৫টা পর্যন্ত সার্বিকভাবে ডিএসসিসির প্রায় ৬০ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।আর ডিএসসিসির আওতাধীন ১০, ৫৩ ও ৫৭ নম্বর ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এআই

ঢাকা সিটি করপোরেশন,কোরবানি,বর্জ্য অপসারণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close