• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সাবেক বিচারপতি কাজী এবাদুল হক আর নেই

প্রকাশ:  ১৫ জুলাই ২০২২, ০৯:০৭
নিজস্ব প্রতিবেদক

একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মুখপাত্র মুহাম্মদ সাইফুর বিষয়টি এ তথ্য জানান।

বিচারপতি কাজী এবাদুল হকের মৃত্যুতে আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, বিচারপতি কাজী এবাদুল হক ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন। তার স্ত্রী অধ্যাপক শরীফা খাতুনও ২০১৭ সালে একুশে পদক অর্জন করেন। এবাদুল হকের মেয়ে বিচারপতি কাজী জিনাত হক হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে কর্মরত আছেন।

১৯৩৬ সালে ফেনীতে জন্ম নেওয়া বিচারপতি কাজী এবাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বিচারপতি কাজী এবাদুল হক ১৯৫২ সালে ফেনীতে ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৫৪-৫৫ সালে তিনি ফেনী ভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন।

পূর্বপশ্চিম/ম

বিচারপতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close