• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দেশে ফিরেছেন ১৮ হাজার ৭৮৪ হাজি

প্রকাশ:  ২২ জুলাই ২০২২, ০৯:৫৯
নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৮ হাজার ৭৮৪ জন হাজি। ৫১টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন তারা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাত দুইটায় হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

বুলেটিনে বলা হয়েছে, 'এবছর তিনটি এয়ারলাইন্স (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স) হজযাত্রী পরিবহনের সুযোগ পায়। বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেন ৫০ শতাংশ। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৪০ শতাংশ ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেন ১০ শতাংশ যাত্রী।

গত ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবছর বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালনের সুযোগ পান। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইনটি।

এছাড়াও সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।

পূর্বপশ্চিম/ম

হজ
  • নিউজ ট্যাগ:
  • হজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close