• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভারত থেকে এলো ১ হাজার টন গম

প্রকাশ:  ০২ আগস্ট ২০২২, ১৫:৫২ | আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৫:৫৮
নিজস্ব প্রতিনিধি

দুই মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। গতকাল সোমবার (১ আগস্ট) বিকেলে ১ হাজার টন গম এসে পৌঁছেছে স্থলবন্দরে।

এর মাধ্যমে আবারো সচল হলো বন্দরের পণ্য আমদানি বাণিজ্য। মঙ্গলবার (২ আগস্ট) গমগুলো বন্দর থেকে খালাসের কাজ শুরু করেছে আমদানিকারক প্রতিষ্ঠান।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভারি বর্ষণ ও বন্যার কারণে গত ৩০ মে’র পর গমের আর কোনো চালান আসেনি আখাউড়া স্থলবন্দরে। ফলে আটকা পড়ে এলসি খোলা ১৪ হাজার টনেরও বেশি গমের চালান।

সড়ক ও রেল যোগাযোগ আবারো সচল হয়েছে। ফলে গতকাল সোমবার বিকেলে ৪০টিরও বেশি ট্রাকে করে আখাউড়া স্থলবন্দরে আসে ১ হাজার টন গম। এগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান টাঙ্গাইলের শারদা ট্রেডার্স। আর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করেছে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। শারদা ট্রেডার্সের প্রতিনিধি তারাপদ দাস জানান, তাদের প্রতিষ্ঠান ২ হাজার ৫০০ টন গম আমদানির জন্য গত ১২ মে’র আগে এলসি খোলে। প্রথম চালানে ১ হাজার টন গম এসেছে। বাকিগুলো আজকের মধ্যেই চলে আসবে বলে জানান তিনি।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আক্তার হোসেন জানান, ত্রিপুরার সাথে অন্য রাজ্যগুলোর সড়ক ও রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ায় আবারো গম আমদানি শুরু হয়েছে।

তিনি জানান, প্রতি টন গম আমদানি হয়েছে ৩৫৫ মার্কিন ডলারে। যেহেতু টাকার বিপরীতে ডলার মান বেড়ে গেছে, তাই গমের দাম বাজারে খুব একটা কমবে না।

পূর্বপশ্চিমবিডি/এআই

ভারত,গম,আমদানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close