• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে শাহবাগে অবস্থান

প্রকাশ:  ০৭ আগস্ট ২০২২, ১৯:৫২ | আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২০:৫৬
নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 'বিক্ষুব্ধ ছাত্র-জনতা' ব্যানারে গত শনিবার সন্ধ্যা থেকে রাতভর তারা রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করেছেন।

রোববারও তাদের একই স্থানে অবস্থান করতে দেখা যায়। এ সময় আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শনিবার সন্ধ্যায় শাহবাগ মোড় অবরোধ করেন একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। পৌনে এক ঘণ্টা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করার পর ৭টার দিকে তারা সরে যান। এরপর বিক্ষোভ মিছিল করে জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান শুরু করেন তারা।

পরে গণঅবস্থানে যুক্ত হন বিভিন্ন ছাত্র, শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থী মোহিদুল ইসলাম দাউদ বলেন, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি চলবে।

গত শুক্রবার জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণে বাড়িয়েছে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির কারণে গতকাল বাসভাড়া বাড়ানো হয়েছে ১৬ থেকে ২২ শতাংশ পর্যন্ত। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে পণ্য পরিবহনেও খরচ বাড়ছে। এর প্রভাব পড়বে নিত্যপণ্য ও বিভিন্ন সেবার দামে। তাতে স্বল্প আয়ের মানুষের জীবন চালানো কঠিন হয়ে পড়বে।

পূর্বপশ্চিম- এনই

তেলের দাম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close