• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার

প্রকাশ:  ১৩ আগস্ট ২০২২, ১৮:৪৮ | আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৮:৫১
নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট। ছবি: সংগৃহীত

চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট। আগামীকাল রবিবার (১৪ আগস্ট) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার প্রধান হিসেবে এটিই তার প্রথম বাংলাদেশ সফর।

ঢাকা সফরকালে মিশেল ব্যাচেলেট সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন। এ সময় তিনি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারে যাবেন।

মিশেল ব্যাচেলেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। সফর শেষে ঢাকা ছাড়ার আগে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, এই প্রথমবারের কোনো মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশ সফর করছেন। আমরা তাকে স্বাগত জানাই। এ সফরে আমরাও সুযোগ পাবো আমাদের অবস্থান ব্যাখ্যা করার এবং আমরা কী করেছি সেটি বলার। একদিকে যেমন কী কী হয়নি সেটির অভিযোগ তিনি জানবেন, আবার অন্যদিকে অনেক কিছু হয়েছে সেটিও বলার সুযোগ তৈরি হয়।

মিশেল ব্যাচেলেট মানবাধিকার ইস্যুতে জাতিসংঘ মহাসচিবকে পরামর্শ দেন। তিনি জাতিসংঘে মানবাধিকারবিষয়ক বৈঠকগুলোতে মহাসচিবের প্রতিনিধিত্বও করেন।

এদিকে মিশেল ব্যাচেলেটের ঢাকা সফর সামনে রেখে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সরকারকে যেন চাপ দেন, সেই আহ্বান জানিয়েছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

পূর্বপশ্চিমবিডি/এআই

মানবাধিকার বিষয়ক হাই কমিশনার,জাতিসংঘ,মিশেল ব্যাচেলেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close