• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গাড়ির ওপর গার্ডার পড়ে নিহত ৫

বৌভাত শেষে বাড়ি ফিরছিলেন নবদম্পতি

প্রকাশ:  ১৫ আগস্ট ২০২২, ১৯:৫৪ | আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২১:৫৫
নিজস্ব প্রতিবেদক

নবদম্পতি হৃদয়ের ও রিয়া মনির বৌভাতের অনুষ্ঠান শেষে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তাদের পরিবারের সদস্যরা। গাড়ি রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায় আড়ং শো-রুমের সামনে পৌঁছালে বিআরটি প্রকল্পের একটি ক্রেন থেকে গার্ডার তাদের প্রাইভেট কারের ওপর পড়ে। এতে পাঁচ জন নিহত ও দুই জন আহত হন।

নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনা শোনার পর ঘটনাস্থলে আসেন। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে উত্তরার জসিম উদ্দিন রোড এলাকা।

পরিবারের সদস্যরা বলেন, বৌভাত শেষে দক্ষিণ খান থেকে আশুলিয়ায় যাচ্ছিল গাড়িটি। মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছিলো তারা। এ সময় গাড়িতে ছিলো নবদম্পতি হৃদয় (২৮) ও রিয়া মনি (২১)। গাড়ি চালাচ্ছিলেন ছেলের বাবা রুবেল। ছেলের বোন ঝরনা বেগম (২৮) এবং তার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (৩)।

পুলিশ বলছে, গাড়ির ওপর থেকে গার্ডারটি সরানোর পর বিস্তারিত জানা যাবে। আহত ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ চলাকালীন সময়ে গার্ডারটি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর কাজ চলছিল তখন ক্রেনটি বাম্পিং করছিল। গার্ডারের ওজন বেশি হয়ে যাওয়ায় ক্রেনটি উল্টে যায়। মূলত অতিরিক্ত ভারের কারণেই এ দুর্ঘটনা ঘটে। তারা এ ঘটনাকে অবহেলিতাজনিত ঘটনা বলছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, গার্ডারের ওজন ক্রেনের ওজনের চেয়ে বেশি হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এটি সরাতে হলে গার্ডারের চেয়ে বেশি ওজনের ক্রেন লাগবে।

পূর্বপশ্চিম- এনই

গাড়ির ওপর গার্ডার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close