• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ব্যক্তি পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় করতে বললেন প্রতিমন্ত্রী

প্রকাশ:  ২৩ আগস্ট ২০২২, ২২:২০ | আপডেট : ২৩ আগস্ট ২০২২, ২২:৫৩
নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি উদ্যোগের পাশাপাশি এবার ব্যক্তি পর্যায়েও উদ্যোগ নিতে বলেছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (২৩ আগস্ট) এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি ব্যক্তি পর্যায়েও আমরা যদি আমাদের অভ্যাসে ছোটখাটো কিছু পরিবর্তন আনি, বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহার করি, খেয়াল করে লাইট-ফ্যানগুলো বন্ধ করি, ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি না চালাই, দিনের আলো বেশি ব্যবহার করি, তাহলে সবার ছোট ছোট কন্ট্রিবিউশন মিলে দেশের অনেকখানি জ্বালানি সাশ্রয় করবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সবার সম্মিলতি প্রচেষ্টা অনেকখানি জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয় করবে।’

বিদ্যুৎ সাশ্রয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close