• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিদ্যুতের ‌‌‌‌‌‘পিক-আওয়ার’ বদলে যাচ্ছে

প্রকাশ:  ২৪ আগস্ট ২০২২, ১৬:১০
নিজস্ব প্রতিবেদক

সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় এক ঘণ্টা এগিয়ে সকাল ৯টার বদলে কাজ শুরু হয়েছে সকাল ৮টায়। এখন থেকে বিকেল ৫টার বদলে ৩টায় অফিস ছুটি হবে। এতে কর্মঘণ্টা কমেছে এক ঘণ্টা। বদলানো হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাজের সূচি।

অফিসের সময়সূচি এগিয়ে আনায় সকালের দিকে বিদ্যুতের চাহিদা বাড়ছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিদ্যুৎ ব্যবহারের পিক আওয়ার দিনের বেলায় চলে এলে ভারসাম্য আসবে।

নতুন অফিসসূচির প্রথম দিন সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, আগে সকাল ১০টা থেকে বিদ্যুতের চাহিদা বাড়ত। এখন ৯টা থেকে বাড়ছে। এই মুহূর্তে ডেসকোর রিকোয়ারমেন্ট প্রায় এক হাজারের (মেগাওয়াট) উপরে চলে গেছে।

প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিং আমরা কমাচ্ছি। লোডশেডিং আমরা দিতে বাধ্য হয়েছি। যেহেতু আমাদের জ্বালানি ও গ্যাস শর্টেজ ছিল।

পূর্বপশ্চিম- এনই

বিদ্যুৎ,পিক আওয়ার,লোডশেডিং
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close