• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নবীরুল ইসলামের বই কেনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশ:  ২৮ আগস্ট ২০২২, ১৪:১০
নিজস্ব প্রতিবেদক

প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য বই কেনার যে অর্থ বরাদ্দ হয়েছে, সে তালিকায় অতিরিক্ত সচিব নবীরুল ইসলামসহ সরকারি কর্মকর্তাদের বইয়ের আধিক্য থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, সম্ভবত প্রাথমিক তালিকায় নাম এসেছে কিন্তু তা চূড়ান্ত না। আর এই বিষয়টি খতিয়ে দেখা হবে।

রোববার (২৮ আগস্ট) টেলিফোনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, আমি যতটুকু জানি তালিকা চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হওয়ার আগেই এটা আমাদের দৃষ্টিতে এসেছে। ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বই কেনার বিষয়ে যা হয়েছে, তা ঠিক হয়নি। কোনোভাবেই এর বাস্তবায়ন হবে না, এটা নিশ্চিত। আর পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।

এর আগে সরকারি কর্মকর্তাদের মধ্যে ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বৃদ্ধির উদ্যোগ নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এ লক্ষ্যে জেলা ও উপজেলায় ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয় বই কেনার জন্য। সেই সঙ্গে ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকাও পাঠানো হয়। ইতোমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা বই কেনাও শুরু করেন।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকার মধ্যে দেখা যায়, একজন অতিরিক্ত সচিবেরই ২৯টি বই জায়গা করে নিয়েছে তালিকায়। তারপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

পূর্বপশ্চিম- এনই

নবীরুল ইসলামের বই কেনা,জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close