• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অক্টোবরে খুলছে কালনা মধুমতি সেতু

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৮
নিজস্ব প্রতিবেদক

আগামী অক্টোবর মাসের যে কোনো দিন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে নড়াইলের কালনায় নির্মিত মধুমতি সেতু। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মধুমতি সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সেতু উদ্বোধনের দিনক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেই জানিয়ে দেবেন। এরই মধ্যে সেতু সংক্রান্ত সব তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তিনি তাতে সই করেছেন।

ওবায়দুল কাদের জানান, মধুমতি নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৬৯০ মিটার, প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯৫৯ কোটি ৮৫ লাখ টাকা।

মধুমতি সেতু পদ্মা সেতুর একটি মিসিং লিংক উল্লেখ করে তিনি বলেন, সেতুটি নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল যেমন নড়াইল, মাগুরা, খুলনা, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ হবে। এসব জেলার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ঢাকার আর কোনো বিচ্ছিন্নতা থাকবে না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সেতুমন্ত্রী,ওবায়দুল কাদের,অক্টোবর,নড়াইল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close