• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘নেগেটিভ-পজিটিভ যেটাই হোক, মানুষ নদী নিয়ে কথা বলছে’

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৪
নিজস্ব প্রতিবেদক

‘চারদিকে শুধু হতাশার কথা বলা হয়। যে দেশে ৩০ লাখ মানুষ জীবন দিতে পারে, সে জাতি আবার হতাশার কথা বলে। মানুষ কিছুটা হলেও দেশকে নিয়ে গর্ব করে। নদী নিয়ে এত হতাশার কথা হচ্ছে, এটাও কিন্তু আমাদের জন্য সান্ত্বনা। নেগেটিভ আর পজিটিভ যেটাই হোক, মানুষ নদী নিয়ে কথা বলছে।’

রোববার (২৫ সেপ্টেম্বর) নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় নদী রক্ষা কমিশন আয়োজিত ‘রাইটস অব রিভার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, নদী দখলমুক্তের কাজ চালিয়ে যাচ্ছি। নদী দখলমুক্ত করার পর আবার দখল হয়েছে, এমন নজির নেই। একটা খালি জায়গা থাকলে মানুষ সেখানে বসে পড়ে। তার মানে এই নয় যে, সেটা দখল হয়ে গেছে। আমরা যেসব জায়গা উদ্ধার করেছি, তা সম্পূর্ণভাবে আমাদের দখলেই আছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা নদী রক্ষা কমিশন গঠন করেছি। বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ে আমাদের কমিটি আছে। আমরা যেভাবে শুরু করেছিলাম করোনার কারণে সে কাজ ধীরগতি হয়ে পড়েছে। আমরা মানুষকে প্রাধান্য দিয়েছি।

নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, নদী রক্ষা কমিশন অনেক দখল হয়ে গেছে এমন জায়গা পরিদর্শন করেছে। তালিকাও করা হয়েছে। জেলা-উপজেলা পর্যায়েও পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সক্ষমতা ও জনবল কিছু দুর্বলতা আছে আমরা সেগুলোকে কাটিয়ে উঠবো। তালিকা যেহেতু হয়েছে বাকি কাজও হবে।

মানুষ সচেতন নয় মন্তব্য করে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, মাছের পেটের মধ্যে প্লাস্টিক পাওয়া গেছে এমন কথাও এসেছে। এতে তো আমাদের কিছু করার নেই। মানুষ কোথায় কী ফেলতে হবে, তাও বোঝে না। মানুষকে সচেতন হতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

খালিদ মাহমুদ চৌধুরী,নৌপরিবহন প্রতিমন্ত্রী,নদী,মানুষ,দখল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close