• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পঞ্চগড়ে নৌ-দুর্ঘটনায় প্রাণহানিতে ভারত-ইইউর সমবেদনা

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০২২, ২২:২৫
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পঞ্চগড়ে করতোয়া নদীতে ইঞ্জিন চালিত নৌকাডুবির দুর্ঘটনায় নিহত বা আহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (২৬ সেপ্টেম্বর) পৃথক বার্তায় এ সমবেদনা জানায় ঢাকায় ভারতীয় হাইকমিশন ও ইইউর ঢাকা অফিস।

ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, পঞ্চগড়ে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে ভারত। নিহতদের আত্মা শান্তিতে থাকুক।

অন্যদিকে টুইট বার্তায় ইইউর ঢাকা অফিস লিখেছে, করোতোয়া নদীতে নৌকা দুর্ঘটনায় নিহত বা আহতদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বধেশ্বর মন্দিরে (নদীর অপরপাড়ে) মহালয়া উপলক্ষে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। নিহতদের সকলেই ডুবে যাওয়া নৌকায় করে ঐ ধর্মসভায় যাচ্ছিলেন।

পঞ্চগড়,নৌ-দুর্ঘটনা,প্রাণহানি,ভারত-ইইউর,সমবেদনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close