• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সংসদ সদস্য শেখ এ্যানী রহমান মারা গেছেন

প্রকাশ:  ১১ অক্টোবর ২০২২, ১৫:৫২
নিজস্ব প্রতিবেদক

না ফেরার দেশে পাড়ি জমালেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ (পিরোজপুর-১) থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর।

মঙ্গলবার (১১ অক্টোবর) ব্যাংককের একটি হাসপাতালে মারা যান শেখ এ্যানী রহমান। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এসএম রেজাউল করিম। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, মাননীয় সংসদ সদস্য শেখ এ্যানী রহমান আর নেই। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

শেখ এ্যানী রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চাচি। ১৯৬০ সালে ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন।

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন শিকদার জানান, সংসদ সদস্য শেখ এ্যানী রহমান অনেকদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন তিনি বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে লাইফসপোর্টে ছিলেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সংসদ,সদস্য শেখ এ্যানী রহমান মারা গেছেন,সদস্য,শেখ এ্যানী রহমান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close