• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ব্যবসায়ীদের লাভ করতে দিতে হবে: শিবলী রুবাইয়াত

প্রকাশ:  ১১ অক্টোবর ২০২২, ২২:২৬ | আপডেট : ১১ অক্টোবর ২০২২, ২২:৩০
নিজস্ব প্রতিবেদক
বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম।

লাভ না করলে ব্যবসায়ীরা সরকারকে কর দিতে পারবেন না ব্যবসায়ীদের লাভ করতে দিতে হবে বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম। তিনি বলেন, ‘লাভ না হলে ব্যবসায়ীরা সরকারকে একটা টাকাও ট্যাক্স দিতে পারবে না। তাই তাদের লাভ করতে দিতে হবে।’

মঙ্গলবার (১১ অক্টোবর) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই অডিটোরিয়ামে ‘বন্ড মার্কেট: দ্য আলটিমেট সল্যুশন ফর লং টার্ম ফাইন্যান্সিং’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীদের স্মার্ট হতে হবে। বিকল্প অর্থায়ন করতে হবে। শুধু একটি উৎসের ওপর নির্ভর করলে হবে না। ক্রয়মূল্য, উৎপাদন মূল্য, বিক্রয়মূল্য— এই তিন দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। এই মুহূর্তে কস্ট অব প্রোডাকশন কমানো হবে সবচেয়ে বড় কাজ। এটি কমানো খুব জরুরি।’

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘দেশে বস্ত্র খাতে রপ্তানি বাড়ছে। এতে প্রমাণিত হয়েছে আরএমজিতে আমরা পারি। বিজিএমইএর সাত হাজার মেম্বারের মধ্যে তিন হাজারই বন্ধ। আমরা এখন ক্যাপিটাল মার্কেটে বসে পারপেচুয়াল বন্ড দিয়ে ব্যাংকগুলোকে বাঁচাচ্ছি। পারপেচুয়াল বন্ড ট্রেড শুরু হয়েছে, সিটি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকগুলো ট্রেড শুরু করেছে।’

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আজ প্রথম দিনে পৌনে তিন লাখ কোটি টাকার সরকারি সিকিউরিটিজ বন্ড লেনদেন হয়েছে। এর মাধ্যমে দুই বছর ধরে বন্ডের যে চেষ্টা ছিল, তা আমরা এখন সফলভাবে করতে পেরেছি। এরই মধ্যে প্রাণ গ্রুপ ১০০ কোটি টাকার বন্ড নিয়েছে। মেটলাইফ নিয়েছে ১০০ কোটি টাকার এবং আইএফসি ৪ বিলিয়ন ডলারের সাইজ বন্ড ইস্যু করতে দরখাস্ত করেছে। আশা করছি দেশের বন্ড মার্কেট অনেক ভালো করবে।’

অনুষ্ঠানে মূল নিবন্ধ উপস্থাপন করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান ও বিএসইসি সাবেক কমিশনার চেয়ারম্যান আরিফ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। প্যানেল আলোচনা করেন সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী, বিএমবিএ সাবেক সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী, ডিএসই শেয়ারহোল্ডার ডিরেক্টর শাকিল রিজভী। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বারভিডা সভাপতি হাবিবউল্লাহ ডন, ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও প্রমুখ।

শিবলী রুবাইয়াত,ব্যবসায়ী,বিএসইসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close