• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হোম সার্ভিসের কথা বলে ধর্ষণ: চারজনের নামে মামলা

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০২২, ১২:০০ | আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১২:০৬
নিজস্ব প্রতিবেদক

বিউটি পার্লারের (রূপসজ্জা) হোম সার্ভিসের কথা বলে রাজধানীর শুক্রাবাদের একটি বাসায় ডেকে নিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বাকে(২৫) ধর্ষণের পর মারধর করে তাড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় তিন পুরুষ ও এক নারীর নাম উল্লেখ করা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) রাতে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার ওই নারীর স্বামী।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে ওই পার্লারকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

ওসিসির সমন্বয়ক বিলকিস বেগম বলেন, প্রাথমিকভাবে ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে প্রতীয়মান হয়েছে। তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত। আজ তার আরো কিছু পরীক্ষা-নিরিক্ষা করা হবে। এরপর বিস্তারিত বলা যাবে।

এর আগে গত মঙ্গলবার বাসায় রূপচর্চাসেবা নেওয়ার কথা বলে সাভার থেকে ওই নারীকে শুক্রাবাদের ওই বাসায় ডাকা হয়।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, ধর্ষণের শিকার নারী সাভারে থাকেন। সন্ধ্যায় এক তরুণী তাকে ফোন করে কাজ করাবেন বলে ধানমন্ডি ২৮ নম্বরে আসতে বলেন। সে অনুযায়ী পার্লারকর্মী ধানমন্ডি ২৮ নম্বরে যান। সেখান থেকে ওই তরুণী পার্লারকর্মী নারীকে শুক্রাবাদের একটি বেসরকারি হাসপাতালের পাশের গলির একটি বাড়ির দোতলার বাসায় নিয়ে যান।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মামলা,ধর্ষণ,হোম সার্ভিস,অন্তঃসত্ত্বা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close