• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জঙ্গি বললে শুধু পার্বত্য অঞ্চল বললেই হবে না: পার্বত্যমন্ত্রী

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০২২, ২১:১০
নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, জঙ্গি বললে শুধু পার্বত্য অঞ্চল বললেই হবে না। সারা দেশে জঙ্গিরা যেখানে সুযোগ পায়, সেখানে দেশ ও সরকারে বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য ক্যাম্প গড়ে তোলে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে জঙ্গিরা সফল হয়ে ওঠে না।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সচিবালয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বীর বাহাদুর উশৈসিং বলেন, যদি জানতাম পার্বত্য অঞ্চলেও জঙ্গি-সন্ত্রাসী ক্যাম্প চলে তাহলে পার্বত্য অঞ্চলে পাহাড়ি বাঙালি যারাই আছি, নিশ্চয়ই আমরা তাদের স্থান দিতাম না। ক্যাম্প করতে দিতাম না।

পাহাড়ের নিষিদ্ধ সংগঠনগুলোকে আইনশৃঙ্খলা বাহিনী দমন করতে পারছে না কেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তথ্যটা ঠিক না, পারছি না এ কথাটা সত্য নয়। যখন যেখানে যা করা প্রয়োজন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আইনশৃঙ্খলা বাহিনী সেটা করছে। অপারেশন করা হচ্ছে। পারছে বলে সন্ত্রাসীরা ধরা পড়ছে, পালিয়ে যাচ্ছে। সরকার অত্যন্ত কঠোর কোনো সন্ত্রাসীকে ক্ষমা করবে না।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী আরো বলেন, কোথাও কোনো জঙ্গি-সন্ত্রাসীদের তৎপরতা দেখলে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করছি। জনগণও সতর্ক আছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পার্বত্যমন্ত্রী,অঞ্চল,জঙ্গি,বীর বাহাদুর উশৈসিং
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close