• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সংসদে প্রধানমন্ত্রী

যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০২২, ২৩:৪০ | আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ২৩:৪৩
নিজস্ব প্রতিবেদক

আসন্ন বৈশ্বিক মন্দার সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৬ অক্টোবর) রাতে জাতীয় সংসদের ২০তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, সামনে কী হতে যাচ্ছে সেটা একটা আশঙ্কার ব্যাপার। উন্নত দেশ যেখানে হিমশিম খাচ্ছে সেখানে আমাদের তো ভুগতেই হবে। আমি তো বলেছি আমাদের তৈরি থাকতে হবে যে কোনো অবস্থায়। আমরা তো দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের আপ্রাণ চেষ্টা দেশের মানুষ যেন ভালো থাকে। মানুষ যেন সুস্থ থাকে।

সরকারপ্রধান তার বক্তব্যে দেশের আমদানি-রপ্তানি পরিস্থিতি, রিজার্ভ ও বৈশ্বিক মন্দা পরিস্থিতিসহ সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সংসদ,প্রধানমন্ত্রী,প্রস্তুত,পরিস্থিতি,শেখ হাসিনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close