• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাদারীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

সবখানে একই ধ্বনি, শেখ হাসিনার বিকল্প নেই

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০২২, ১৮:৩০ | আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ২০:২৭
মাদারীপুর প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চর কুকরিমুকরি থেকে তেঁতুলিয়া, যেখানেই যাবেন, সেখানেই একই কথা, একই ধ্বনি, শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। তার বিকল্প আর কেউ নেই।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি অপারেশন কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা (বিএনপি) নাকি সমাবেশে বসে থেকেই সরকার গঠন করবে বলে শুনেছি। কিন্তু প্রধানমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাস করেন। বিএনপি ঢাকায় ২০ লাখ লোক নিয়ে গিয়ে সমাবেশ করার কথা বলেছে। তারা লোক নিয়ে গিয়ে বসে থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সমাবেশের নামে তারা যদি জনগণের জানমালের ক্ষতি করে ও রাস্তাঘাট বন্ধ করে, তাহলে প্রশাসন তাদের প্রতিহত করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনো বন্দুকের নল বা পেশী শক্তির প্রদর্শন করে ক্ষমতায় আসেনি। জনগণের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাস রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আবার ভোটের প্রস্তুতি নিচ্ছে। আবার এ দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় এনে আমাদের উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ করবে। এটা সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে।

বেলা রাইসু ফাউন্ডেশন কেনিয়া, আছমত আলী খান ফাউন্ডেশন ও সেলটেক গ্রুপের এ কর্মসূচির আয়োজন করে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মাদারীপুর,স্বরাষ্ট্রমন্ত্রী,আসাদুজ্জামান খান কামাল,বিকল্প,ধ্বনি,শেখ হাসিনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close