• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইউক্রেনের গম নিয়ে চট্টগ্রামে ‘ম্যাগনাম ফরচুন’

প্রকাশ:  ১০ নভেম্বর ২০২২, ২০:৪৬
চট্টগ্রাম প্রতিনিধি

ইউক্রেনের সাড়ে ৫২ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে ‘এমভি ম্যাগনাম ফরচুন’ জাহাজ। ইতিমধ্যে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করেছে। গম খালাসে দ্রুতগতিতে চলছে বন্দর ও কাস্টমসের আনুষঙ্গিক প্রক্রিয়া।

সরকার টু সরকার (জিটুজি) চুক্তির আওতায় এ গম কেনা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, জাতীয় স্বার্থে গমের জাহাজ হ্যান্ডলিংকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। একের পর এক গমের জাহাজ আসছে। সর্বশেষ মিশর হয়ে এলো এমভি ম্যাগনাম ফরচুন। আরো গমবাহী কয়েকটি বড় জাহাজ পাইপলাইনে রয়েছে।

চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক (সংরক্ষণ ও চলাচল) মো. আবদুল কাদির বলেন, কাস্টমস ক্লিয়ারেন্স পেলেই বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজ থেকে গম খালাস করবে লাইটার জাহাজ। একেকটি লাইটার জাহাজ ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টন গম নিয়ে আসবে পতেঙ্গার সাইলো জেটিতে। সেখান থেকে ট্রাকযোগে সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাশিয়া থেকে কয়েকদিন আগে ৪৯ হাজার ৪০০ টন গম নিয়ে আরেকটি জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে। সেই গমের নমুনা সংগ্রহ করা হয়েছে। খালাসের প্রস্তুতি নিচ্ছি আমরা। এর আগে বুলগেরিয়া থেকে এসেছে আরেকটি গমের জাহাজ। আগামী সপ্তাহে রাশিয়া থেকে ৫৪ হাজার টন গম নিয়ে আসবে আরেকটি জাহাজ। এভাবে গম আসতে থাকলে নিরবচ্ছিন্ন সরবরাহ চেইন গড়ে উঠবে।

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের একজন কর্মকর্তা ইউক্রেন থেকে গম নিয়ে আসা জাহাজটি থেকে গমের নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে জানান, গমের চালানের নমুনা পরীক্ষার রিপোর্ট দ্রুত দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

পূবপশ্চিমবিডি/এসএম

চট্টগ্রাম,ম্যাগনাম ফরচুন,ইউক্রেন,গম,জিটুজি,চুক্তি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close