• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মিরপুরের সব বাস ই–টিকিটে চলবে রোববার থেকে

প্রকাশ:  ১২ নভেম্বর ২০২২, ১৪:০৬
নিজস্ব প্রতিবেদক

মিরপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলকারী সব বাসে রোববার থেকে ই-টিকেটের মাধ্যমে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার রাজধানীর ঢাকা সড়ক মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণপরিবহনে ই-টিকেটিং’ চালুর বিষয়ে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

তিনি বলেন, রাজধানীর মিরপুর অঞ্চলের ৩০টি কোম্পানি ই-টিকেটিংয়ের আওতায় আসবে আগামীকাল রোববার, আর ঢাকার সব বাস আসবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে।

এনায়েত উল্লাহ বলেন, ‘ই-টিকেটিংয়ের আওতায় সব বাস কোম্পানিকেই আসতে হবে। ই-টিকেটিং কার্যকর হলে অসম প্রতিযোগিতা থাকবে না। চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ হবে। পরিবহন শ্রমিকেরা বেতন সিস্টেমের আওতায় চলে আসবেন।’

এ ছাড়া যত্রতত্র গাড়ি থামানো এবং গাড়ি চালানোর ক্ষেত্রে পরিবহন কর্মীদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বন্ধে সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হবে বলে তিনি জানান।

বাস মালিকদের এই নেতা জানান, ঢাকা ও চট্টগ্রামের শহরতলিসহ মোট ৯৭টি কোম্পানির গাড়ি ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-টিকেটিংয়ের আওতায় আসবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ সবুর, দপ্তর সম্পাদক সামদানী খন্দকারসহ সমিতির নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

ই-টিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close