• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পুলিশের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা: ডিএমপি কমিশনার

প্রকাশ:  ১২ নভেম্বর ২০২২, ১৯:২৩
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পুলিশের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। নিজেদের মেধা কাজে লাগিয়ে আত্মমর্যাদার সঙ্গে কাজ করতে হবে। বলা হয়ে থাকে বাংলাদেশ পুলিশের বেস্ট পুলিশ অফিসাররা ডিএমপিতে কাজ করেন। নিজেদের দক্ষতা দিয়ে ডিএমপির সেই সুনাম ধরে রাখতে হবে।

শনিবার (১২ নভেম্বর) ডিএমপির সাতজন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার। কর্মকর্তাদের নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, মো. কুদরত-ই-খুদা, সৈকত শাহীন, রহিমা আক্তার লাকী, মো. জাহাংগীর আলম, মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সাইফুল্লাহ মো. নাছির।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে সদ্য পদায়নকৃত পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন ডিএমপি কমিশনার।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ডিএমপি কমিশনার,আইনশৃঙ্খলা,পুলিশ,দায়িত্ব,খন্দকার গোলাম ফারুক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close