• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শিক্ষা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়: তাপস

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০২২, ২২:৩৪
নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, শিক্ষা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, এ বাস্তবতা বারবার প্রমাণিত। শুধু শিক্ষায় পারে একটি জাতির মজবুত ভিত গড়ে দিতে। শিক্ষায় পারে একটি জাতিতে মহান জাতিতে পরিণত করতে। একমাত্র শিক্ষায় পারে দারিদ্র্যের দুষ্টুচক্র ভাঙতে।

সোমবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠনের ১৫তম সাধারণ সম্মেলনের (এইউএপি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে কাজ করে চলেছেন উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে জাতির ভাগ্যোন্নয়নের একমাত্র হাতিয়ার হিসেবে বেছে নেন। তিনি জানতেন, জাতি গঠনের অন্যতম পূর্ব শর্তই হলো শিক্ষা। পিতার দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শিক্ষা নীতি, ২০১০ প্রণয়ন করেন। তিনি শিক্ষাকে অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করে চলেছেন।

বক্তব্যের একপর্যায়ে মেয়র শেখ তাপস সম্মেলনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি অতিথিদের বঙ্গবন্ধু জাদুঘর, শহীদ মিনার, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, জাতীয় জাদুঘরসহ ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থাপনা ও স্থান ঘুরে দেখার আহ্বান জানান।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ডিএসসিসি,মেয়র,শেখ ফজলে নূর তাপস,শিক্ষা,সম্ভব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close