• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘নো মানি ফর টেরর’ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০২২, ২২:০৩
নিজস্ব প্রতিবেদক

‘নো মানি ফর টেরর’ শীর্ষক আন্তর্জাতিক এক সম্মেলনে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে প্রতিনিধিদল গিয়েছে ভারতে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে নয়াদিল্লিতে পৌঁছেছেন তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন- জননিরাত্তা বিভাগের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা জামান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।

ভারতের দিল্লিতে (তাজ প্যালেস) দুই দিনব্যাপী (১৮-১৯ নভেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৮ নভেম্বর) মন্ত্রী পর্যায়ে তৃতীয়বারের মতো আয়োজিত ‘নো মানি ফর টেরর’ শীর্ষক সম্মেলনে যোগ দেবেন তারা।

সম্মেলনে ৭৬টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। এমএমএফটি-তে রাশিয়ান ফেডারেশন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ প্রায় ২০টি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন। অনুষ্ঠানে বাংলাদেশের বিষয় হচ্ছে ‘টেরর ফিন্যান্সিং থ্রো এমটিএসএস, হাওয়ালা/হুন্ডাই নেটওয়ার্কস’।

সম্মেলন শেষে আগামী ২০ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

স্বরাষ্ট্রমন্ত্রী,ভারত,যোগ,অনুষ্ঠান,আসাদুজ্জামান খান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close