• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিএনপি গোলাপবাগ মাঠে সমাবেশ করতে চায়: ডিএমপি কমিশনার

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০২২, ১৪:৫৯ | আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৫:০০
নিজস্ব প্রতিবেদক

কমলাপুর স্টেডিয়ামে অনুমতি না পেলে রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ করতে চায় বিএনপি।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে মাঠটি পরিদর্শন করে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, কমলাপুর কিংবা মিরপুর বাঙলা কলেজ মাঠ চেয়েছিল বিএনপি। পরবর্তীতে আবার রাতে গোলাপবাগ মাঠ চেয়েছে।

মাঠ সমাবেশ করার জন্য উপযুক্ত, নিরাপত্তা সংক্রান্ত কিছু ইস্যু আছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আলোচনা করে অনুমতি দেয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে খন্দকার গোলাম ফারুকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল।

বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু জানান, সমাবেশ করার জন্য ডিএমপির পক্ষ থেকে ভেন্যু হিসেবে মিরপুর বাঙলা কলেজ মাঠের প্রস্তাব করা হয়েছে। তবে আমরা কমলাপুর স্টেডিয়াম মাঠে সমাবেশ করার কথা বলেছি।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য অনড় ছিল বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়।

ডিএমপি কমিশনার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close