• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মার্কিন দূত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে ভালো হতো: তথ্যমন্ত্রী

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০২২, ১৪:৩৪
নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গতকাল মার্কিন দূত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে অনেক ভালো হতো। আমি জানি না তাকে মেয়ের ডাকের বাসায় যেতে পরামর্শ দিয়েছেন, সেটা ঠিক হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানতো না।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয় সভাকক্ষ ক্যাবল অপারেটর সংগঠন ‘কোয়াব’ এর নবনির্বাচিত পরিষদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, গতকাল মেয়ের ডাকে যারা রাষ্ট্রদূতকে বিতর্কিত করেছেন। এটা করা সমীচীন হয়নি। তিনি গেছেন শুনে মেয়ের কান্না সংগঠনের কর্মীরা ৫০ জনের মতো, স্মারকলিপি দিতে চেয়েছিলেন। নিরাপত্তার দায়িত্ব থাকারই সুযোগ দেয়নি। তিনি যদি তাদের কথা শুনতেন তাহলে বিতর্ক হতো না।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, যারা নিয়ে গেছেন তারা দূতকে প্রচন্ড সমালোচনায় ফেলেছেন। যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। সম্পর্ক ভালো। এ ঘটনায় সম্পর্কে প্রভাব পড়বে না। ভুল পরামর্শের বিষয়ে সতর্ক থাকতে তাকে আমি অনুরোধ করবো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আওয়ামী লীগ,তথ্য ও সম্প্রচারমন্ত্রী,ড. হাছান মাহমুদ,বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close