• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আগারগাঁওয়ে দোকান উচ্ছেদ করে রাস্তা উদ্ধার

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০২২, ১৯:০৮
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাস্তার দুইপাশে দীর্ঘদিন ধরে থাকা মোট ১২-১৪টি দোকান এবং দোকানের সামনের অংশ উচ্ছেদ করে রাস্তা উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল থেকে ডিএনসিসি’র অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী এবং ডিএনসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসমাইল মোল্লা।

ডিএনসিসি’র জনসংযোগ বিভাগ জানিয়েছে, অভিযানে আগারগাঁও থেকে গ্রামীণ ব্যাংক পর্যন্ত ৬০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ প্রকল্পের আওতাধীন ডিএনসিসি’র মালিকানাধীন ভূমির অবৈধ দখল অপসারণ করা হয়। ১২ থেকে ১৪টি দোকান উচ্ছেদ করে রাস্তা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত সুবিধা নিশ্চিত করে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশনা দেন।

ডিএনসিসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close