• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে সাক্ষাৎ কাদের সিদ্দিকীর

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০২২, ২৩:৩৩
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সপরিবারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তার সঙ্গে সহধর্মিনী নাসরিন সিদ্দিকী ও তাদের দুই কন্যাও ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের বলেন, তিনি (কাদের সিদ্দিকী) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী ও কাদের সিদ্দিকী একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক। মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিলো। সে সময় বীরত্বপূর্ণ অবদানের জন্য 'বাঘা সিদ্দিকী' নামে পরিচিত ছিলেন। ভারতীয় বাহিনীর সাহায্য ছাড়াই ১৯৭১ সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি শেষ করেছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়। তার নামে টাঙ্গাইলের সখিপুরে ‘কাদেরনগর’ নামে একটি গ্রামের নামকরণ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ পূর্ব ও পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন কাদের সিদ্দিকী। তবে মতবিরোধের কারণে ১৯৯৯ সালে আওয়ামী লীগ ত্যাগ করে কৃষক শ্রমিক জনতা লীগ নামের রাজনৈতিক দল গঠন করেন তিনি। এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কাদের সিদ্দিকী,সাক্ষাৎ,প্রধানমন্ত্রী,সপরিবার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close