• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘করোনার নতুন ধরন মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে’

প্রকাশ:  ২৮ ডিসেম্বর ২০২২, ০০:১৯
নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের নতুন ধরন মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়।

এক প্রশ্নের জবাবে কবির বিন আনোয়ার বলেন, কোভিডের বিষয়ে আমরা অবহিত করেছি, যেটা গতকাল সচিব সভায় আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেটাই আজ মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীকে আমরা অবহিত করেছি।

তিনি বলেন, আমাদের প্রথম পদক্ষেপ আমরা যেটা নিয়েছি সেটা হলো আমাদের বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দর যেগুলো আছে সেগুলোতে, যে দেশগুলোতে বিশেষ করে এই নতুন ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে সে দেশের নাগরিক যারা আসবেন তাদের পৃথকভাবে পরীক্ষা করে তবেই ঢোকানো হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গতকাল এ নির্দেশনা জারির পর ঢাকায় বিমানবন্দরের চারটি বুথে এ কার্যক্রম শুরু হয়েছে এবং চারজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। আমরা ইমিডিয়েট অ্যাকশনে চলে গিয়েছি এবং কাজ শুরু করেছি। আমাদের এটা ছিলই, প্রকোপ কমে যাওয়ার কারণে বন্ধ ছিল এখন আমরা এগুলো আবার চালু করছি।’

তিনি বলেন, আমাদের প্রাথমিক পদক্ষেপ যে বাইরে থেকে না (করোনা আক্রান্তরা) আসতে পারে। মূলত চারটি দেশের (করোনা সংক্রমণ বেড়ে গেছে) কথা আমরা জানি। এরমধ্যে চীন আছে। তবে অন্য দেশগুলোর নাম এই মুহূর্তে বলতে পারছি না।

কবির বিন আনোয়ার বলেন, সবকিছু মিলিয়ে দেখলে বলা যায় আমরা করোনা জয় করেছি। আমাদের চতুর্থ ডোজের টিকা চলছে। আবার যদি এ রকম পরিস্থিতি হয়, আমাদের প্রচুর হাসপাতালে হাইফ্লো অক্সিজেনসহ লাইফ সাপোর্ট ইকুয়েপমেন্ট আছে। প্রশিক্ষিত নার্স ও ডাক্তার রয়েছে।’

তিনি বলেন, আমি মনে করি প্রস্তুতি আমাদের যথেষ্ট আছে। আমরা আপাতত প্রতিরোধের বিষয়টি বেশি দেখছি। নিশ্চয়ই ওই রকম পরিস্থিতি হলে আমরা এটাকে মোকাবিলার জন্য ঝাঁপিয়ে পড়বো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্রস্তুতি,মোকাবিলা,করোনাভাইরাস,কবির বিন আনোয়ার,মন্ত্রিপরিষদ সচিব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close