• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দ্বিতীয় দিনেও দীর্ঘ লাইনে মেট্রোরেলের যাত্রীরা

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০২২, ১০:১৪ | আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১০:১৭
নিজস্ব প্রতিবেদক

স্বপ্নের মেট্রোরেলে চড়তে চালুর দ্বিতীয় দিনেও শীত উপেক্ষা করে ভিড় করেছেন নগরবাসী। রাজধানীর গণপরিবহনে নতুন এই সংযোজনে উঠতে ভোর থেকেই বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে লাইনে দাঁড়িয়েছেন তারা। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে গিয়ে দেখা গেছে এমন চিত্র।

নগরবাসীর দীর্ঘ ভোগান্তি ও অপেক্ষার পর বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে সাধারণের জন্য চালু হয়েছে মেট্রোরেল। সাধারণ মানুষের জন্য সকাল ৮টায় যাত্রা শুরু হয় নগরের নতুন এই গণপরিবহনটির। গতকাল ছিলো যাত্রীদের দীর্ঘ লাইন। আজও ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন হাজারো মানুষ।

উত্তরায় যাবেন কামাল হোসেন সকালেই লাইনে দাঁড়িয়েছেন। পরিবার নিয়ে ভ্রমণ করবেন মেট্রোরেল। তিনি বলেন, ছুটির দিনে পরিবার নিয়ে এসেছি মেট্রোরেলে চড়বো। লাইনে দাঁড়িয়ে কিছুটা সময় গেলেও টিকিট পাওয়া মাত্র সব ক্লান্তি দূর হয়ে যাবে।

মিরপুর থেকে আসা আয়াতুল ইসলাম সৈকত বলেন, আমরা চার বন্ধু একসঙ্গে এসেছি মেট্রোরেলে ভ্রমণের জন্য। ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মেট্রোরেলে উঠতে পারবো।

গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মাসুদুর রহিম বলেন, সকাল আটটায় গেট খুলে দেওয়া হয়েছে। লাইনের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে আটটার আগে থেকেই দীর্ঘ লাইন শুরু হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

যাত্রী,মেট্রোরেল,রাজধানী,গণপরিবহন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close