• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে: শেখ তাপস

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০২৩, ১৪:০৬
নিজস্ব প্রতিবেদক

দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন খালের বাৎসরিক পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শেখ ফজলে নূর তাপস বলেন, নর্দমাগুলো ঢাকা ওয়াসার কাছ থেকে নেওয়ার পর থেকে বার্ষিক সূচি করে বছরের প্রথম থেকেই (জানুয়ারি মাস থেকে) খালগুলো পরিষ্কারের কার্যক্রম হাতে নেওয়া হয়। এ বছরের সেই কার্যক্রম আজ থেকে শুরু করছি। কিন্তু খালের দখলদারিত্বের আগ্রাসন থেকে এখনো মুক্ত হতে পারিনি। দখল এবং ভূমিদস্যুদের যে আগ্রাসন, এসব কার্যক্রম আমাদের ব্যাহত করছে। আমরা প্রতিনিয়তই এর বিরুদ্ধে কাজ করে চলেছি। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো যথাযথ জরিমানা করছি। কিন্তু তারপরও যারা ভূমিদস্য তারা নিবৃত্ত হয় না। যেখানেই যেটা অবৈধ দখল পাচ্ছি সেখানেই আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। দখলমুক্ত করছি, জরিমানা করছি।

ডিএসসিসি মেয়র বলেন, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানকার দখলদারিত্ব সম্পর্কে আমরা পত্রিকার দেখেছিলাম। পত্রিকায় দেখার সাথে সাথেই আমরা কিন্তু পুরোটাই দখলমুক্ত করেছি। দখলমুক্ত করে খালের প্রবাহ আমরা নিশ্চিত করেছিলাম। কিন্তু আজকে যখন আবার মাত্র ছয় মাস পরে এখানে আসলাম, তখন দেখছি তারা এখানে স্থায়ীভাবে দখল করেছে। সুতরাং এটা অত্যন্ত দুঃখজনক। এসবের বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা, অভিযান চলমান থাকবে।

পরে ৩৯ ও ৪১ নম্বর ওয়ার্ডে গণশৌচাগার, ৪০ নম্বর ওয়ার্ডে মেয়র সাদেক হোসেন খোকা খেলার মাঠ, ৪৪ নম্বর ওয়ার্ডে কিউলেক্স মশক নিধন কার্যক্রম এবং ৭১ নম্বর ওয়ার্ডের মুগদা এলাকায় প্রান্তিক জনগণের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ডিএসসিসি,মেয়র,শেখ ফজলে নূর তাপস,অভিযান,দখল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close