• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই: শিল্পমন্ত্রী

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২৩, ১৭:৫৬
নিজস্ব প্রতিবেদক

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ উপলক্ষে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বর্তমান সরকারের উন্নয়নের গতিকে স্বাধীনতাবিরোধীরা বাধাগ্রস্ত করতে চায়

তিনি বলেন, এই সরকারের অবদানের ফলে দেশের উন্নয়ন, রপ্তানি উন্নয়ন, জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। সামনেও এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই।

এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

শিল্পমন্ত্রী,বিকল্প,সরকার,উন্নয়ন,নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close