• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ছয় আসনে উপ-নির্বাচনে প্রচারের সময় ১৪ দিন

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২৩, ১৯:১৪
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সদস্যদের পদত্যাগের কারণে জাতীয় সংসদের শূন্য ছয় আসনে উপ-নির্বাচনে প্রচারের সময় থাকছে ১৪ দিন। এক্ষেত্রে ১৬ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। শনিবার (৭ জানুয়ারি) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি ছয় আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনি আইন অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পূর্বে প্রার্থীদের প্রচার বন্ধ করতে হবে। আর প্রচার শুরু হবে প্রতীক পাওয়ার পর।

ছয় আসনের ভোটে প্রতীক বরাদ্দ হবে ১৬ জানুয়ারি। এই হিসেবে প্রার্থীরা প্রচারের সময় পাবেন ১৪ দিন। এই সময়ের আগে পরে সকল ধরনের মিছিল, শোভাযাত্রা, সভাসহ অন্যান্য প্রচার কার্যক্রম থেকে দুরে থাকতে হবে। অন্যথায় নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ের প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি।

এছাড়া মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যারা বিভিন্ন মেয়াদের জেলা-জরিমানা করতে পারেন। তাই রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রার্থীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানান, আগামী ০১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁও-৩ আসনে ছয় জন, বগুড়া-৪ আসনে নয় জন, বগুড়া-৬ আসনে ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ছয় জন, চাপাইনবাবগঞ্জ-৩ আসনে ছয় জন এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১৩ জন মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব আসনের মধ্যে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ব্রাহ্মণবাড়িয়া-২ বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী দেয়নি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো ৫ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৫ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি। সবগুলো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্রচার,উপ-নির্বাচন,আসন,বিএনপি,ইসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close