• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

সব সম্প্রদায়ের উন্নয়নে প্রধানমন্ত্রী নিবেদিত প্রাণ: খাদ্যমন্ত্রী

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২৩, ১৪:০৫
নওগাঁ প্রতিনিধি

সব সম্প্রদায়ের উন্নয়নে প্রধানমন্ত্রী নিবেদিত প্রাণ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে দ্বিতীয় পর্যায়ে ভার্চ্যুয়ালি সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে জেলার নিয়ামতপুর প্রান্ত থেকে যুক্ত থেকে তিনি এ মন্তব্য করেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তার সুযোগ্য কন্যার নেতৃত্বে সারাদেশে মডেল মসজিদ নির্মিত হচ্ছে। তিনি সব ধর্মের উন্নয়নে কাজ করেন। তিনি বিশ্বাস করেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

তিনি বলেন, বিভিন্ন অবকাঠামো ও রাষ্ট্রীয় উন্নয়নের পাশাপাশি শেখ হাসিনা ধর্মীয় ও নৈতিক উন্নয়নের দিকেও নজর দিয়েছেন। পিতার দেখানো পথ ধরে তিনি সব ধর্মীয় প্রতিষ্ঠানের আধুনিকায়নের উদ্যোগ নিয়েছেন। আর সে ধারাবাহিকতায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

নওগাঁ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আল মামুন হক, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক সুফিয়ান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ এবং ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা অনুষ্ঠানে বক্তব্য দেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নওগাঁ,খাদ্যমন্ত্রী,প্রাণ,প্রধানমন্ত্রী,উন্নয়ন,সম্প্রদায়,সাধন চন্দ্র মজুমদার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close