• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পুলিশ সদস্যদের ডিএমপি কমিশনার

নিরাপত্তা দেওয়ার বিষয়ে আরো সতর্ক থাকতে হবে

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৩, ১৮:৫৬
নিজস্ব প্রতিবেদক

পুলিশ সদস্যদের উদ্দেশ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, তোমাদের কাছে একটাই চাওয়া, পুলিশের মর্যাদা অক্ষুণ্ন রেখে দুই কোটি নগরবাসীর নিরাপত্তা সবাই মিলে আমরা নিশ্চিত করবো। নিরাপত্তা দেওয়ার বিষয়ে আরো সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে সর্বস্তরের পুলিশ সদস্যদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় এ কথা বলেন তিনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, কনস্টেবল থেকে কমিশনার সবাই মিলে আমরা টিম ডিএমপি। তোমাদের কষ্ট দেখে আমাদের কাজ করার সুযোগ নেই। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো বিপদ-আপদ আসলে বা ব্যক্তিগত কিংবা পারিবারিক সমস্যায় সবসময় পাশে থাকবো।

সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম। এছাড়া ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের সাংগঠনিক কাঠামো ও দৈনন্দিন কর্মযজ্ঞ উপস্থাপন করেন তিনি।

বিশেষ কল্যাণ সভায় ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা কমিশনারের কাছে পেশ করেন। ডিএমপি কমিশনার সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পুলিশ,ডিএমপি কমিশনার,সতর্ক,নিরাপত্তা,খন্দকার গোলাম ফারুক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close