• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঢাকা মেডিকেলে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে রোগীর মৃত্যু

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৪
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় জসিম উদ্দিন (৬১) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বিকেলের দিকে হাসপাতালের নতুন ভবনের ডায়ালাইসিস ইউনিটে প্রবেশ পথের মুখেই এ ঘটনা ঘটে। এ সময় ইউনিটটির ভেতরে রোগীদের ডায়ালাইসিস চলছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার উত্তর শ্রী নারায়ণকান্দি এলাকায়। তিনি হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে ভর্তি ছিলেন।

জসিম উদ্দিনের ছেলে মফিজ সরকার বলেন, শনিবার রাতে নিউমোনিয়াজনিত রোগে বাবাকে ঢামেক হাসপাতলের নতুন ভবনে ভর্তি করা হয়। আজ অগ্নিকাণ্ডের সময় বাবাকে সিঁড়ি দিয়ে প্রচণ্ড ধোঁয়ার মধ্যে হুড়োহুড়ি করে নিচে নামাচ্ছিলেন বোনজামাই রাকিব। তখন বাবা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,রোগী,হুড়োহুড়ি,ঢাকা মেডিকেল কলেজ,আগুন,আতঙ্ক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close