• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৭
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে আগুন লাগার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখা প্রধান (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান সিকদার।

তিনি জানান, গুলশানে বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এই তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। সদস্য হিসেবে থাকবেন- উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স), সহকারী পরিচালক ঢাকা, গুলশান জোনের উপ-সহকারী পরিচালক এবং স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এর আগে, সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে ওই ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিরে প্রচেষ্টায় রাত ১১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গঠন,তদন্ত কমিটি,ঘটনা,গুলশান,অগ্নিকাণ্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close