• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ডেঙ্গু আক্রান্ত আরো দুই রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশ:  ০৪ মার্চ ২০২৩, ১৭:০৮
নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে একজন ঢাকার মধ্যে ও একজন ঢাকার বাইরে।

শনিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে সারাদেশে ২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২ জন ও ঢাকার বাইরে ১৬ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৫৭ জন ও ঢাকার বাইরে ৩৯৭ জন।

একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৭১৭ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর ৩৩৯ জন ও ঢাকার বাইরে ৩৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ভর্তি,হাসপাতাল,ডেঙ্গু,আক্রান্ত,রোগী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close