• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডিজিটাল সিকিউরিটি আইন বিষয়ে আইনমন্ত্রী

সুশীল সমাজের মুখ বন্ধ করার ইচ্ছা সরকারের নেই

প্রকাশ:  ০৬ মার্চ ২০২৩, ২১:১৬
নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুশীল সমাজের বক্তব্য বন্ধ করার উদ্দেশ্য সরকারের নেই। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সকলের আলোচনার দ্বার উন্মুক্ত রয়েছে।

সোমবার (৬ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে ইউএসএইডের প্রামোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস প্রকল্পের আওতায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর নট ফর প্রফিট ল (আইসিএনএল) আয়োজিত ‘শেপিং অব থার্ড সেক্টরস ল’স অ্যান্ড পলিসিস’ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, কেন ডিজিটাল সিকিউরিটি আইন করতে আমরা বাধ্য হয়েছি, তা সকলেই জানেন। অনেকেই বলেছেন, এই আইন করে কোনো উপকার হয়নি, আমার মনে হয় কিছু উপকার হয়েছে।

আইনটির কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে বলে স্বীকার করেন তিনি। মন্ত্রী বলেন, সব আইনেরই কিছুকিছু পদ্ধতিগত সমস্যা থাকে, কিছুকিছু বাস্তবায়নের সমস্যা থাকে। যখন বাস্তবায়নে সমস্যা হয়, তখন আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। এই আইন নিয়ে আমরা আবারো বসবো। বৈঠক রমজানের আগেই হতে পারে।

তিনি বলেন, এই আইন করার পর আমরা অনেক মিসইউজ ও অ্যাবিউজ দেখেছি। যখন যথেষ্ট অপব্যবহার হওয়ার প্রবণতা দেখা দিয়েছিল, তখন তাৎক্ষণিকভাবে আমি নীতিনির্ধারকদের সঙ্গে বসেছিলাম। পরে জেনেভায় গিয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার সঙ্গে বৈঠক করেছি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ডিজিটাল সিকিউরিটি আইন,আইনমন্ত্রী,আনিসুল হক,সরকার,বন্ধ,মুখ,সুশীল সমাজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close