• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ফরিদপুর স্টেডিয়ামে ওবায়দুল কাদের

কৃষ্ণচূড়া-রক্ত পলাশের দেশে বঙ্গবন্ধুর মৃত্যু নেই

প্রকাশ:  ২৩ মার্চ ২০২৩, ১৯:৩৫ | আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৯:৪০
ফরিদপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কৃষ্ণচূড়া, রক্ত পলাশের দেশে বঙ্গবন্ধুর মৃত্যু নেই। হাজার বছর ধরে এই বাংলার অনেকে যে স্বাধীনতা এনে দিতে পারেনি, সেখানে এই বৃহত্তর ফরিদপুরের কৃতী সন্তান, পদ্মাপারের সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় উপস্থাপন এবং ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিশুদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, তবে দুর্নীতিকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, সন্ত্রাসকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, তবে খাদ্যে ভেজালকে ঘৃণা করো, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করো।

তিনি বলেন, শিশুরা যেভাবে বঙ্গবন্ধুর কথা বলে গেলো তাতে আমি মুগ্ধ হয়েছি। আমি আজ চলে যাবো। কিন্তু এ স্মৃতি কোনো দিন ভুলবো না। আমি ১৪ মাস ফরিদপুর কারাগারে জেল খেটেছিলাম। আর এখান থেকেই আমি ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ওবায়দুল কাদের,ফরিদপুর,স্টেডিয়াম,আওয়ামী লীগ,মৃত্যু,বঙ্গবন্ধু,কৃষ্ণচূড়া-রক্ত পলাশ,দেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close