• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মেট্রোরেলের আরো দুই স্টেশন চালু শুক্রবার

প্রকাশ:  ২৯ মার্চ ২০২৩, ২২:৪৬
নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন শুক্রবার (৩১ মার্চ) চালু হতে যাচ্ছে। বুধবার (২৯ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এরইমধ্যে উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশন পরিচালনায় সমন্বয় করতে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে।

এর আগে, ১৫ মার্চ মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হয়। তারও আগে উত্তরা থেকে উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০ স্টেশন চালু হয়। আগারগাঁও পর্যন্ত এখন বাকি দুটি স্টেশন উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, মার্চ মাসের ৩১ তারিখ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি দুটি স্টেশনও চালু হবে। আর জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মেট্রোরেল,চালু,স্টেশন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close