• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আলোচনার জন্য আরো ৮ দলকে ইসির চিঠি

প্রকাশ:  ৩০ মার্চ ২০২৩, ২৩:২০
নিজস্ব প্রতিবেদক

বিএনপির মতো সংলাপ বর্জনকারী আরো আট দলকে অনানুষ্ঠানিক আলোচনার আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ চিঠির বিষয়টি নিশ্চিত করে বলা হয়, বিএনপির পর যেসব দল সংলাপে অংশ নেয়নি এমন আরো আট দলকে সংলাপের জন্য চিঠি দেয়া হয়েছে।

দলগুলো হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলীম লীগ (বিএমল), বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) বিএনপিকে সংলাপের জন্য আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলো নির্বাচন কমিশন। এর জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসির দেয়া চিঠির কোনো উত্তর দেবেন না বলে জানান। তবে এখনো আশা ছাড়ছে না ইসি।

বিএনপি আলোচনার জন্য ডাককে প্রত্যাখান করলেও সংস্থাটির কমিশনার মো. আলমগীর আশা করছেন বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চিঠি,ইসি,দল,আলোচনা,নির্বাচন কমিশন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close