• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জনশুমারিতে দেড় হাজার কোটি টাকা খরচের প্রয়োজন নেই: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০২৩, ২২:৫১
নিজস্ব প্রতিবেদক

দেশে জনশুমারির পেছনে দেড় হাজার কোটি টাকা খরচ করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রোববার (৯ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’র সমন্বয়কৃত জনসংখ্যার তথ্য প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

দেশের জনসংখ্যা কতো, তা জানার জন্য দশ বছর অপেক্ষা করার পদ্ধতি থেকে বের হয়ে আসতে মত দিয়েছেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, আমাদের যন্ত্র আছে, জ্ঞান আছে, জনবল আছে। সরকারি কর্মকর্তা আছে। তাহলে কেন জনসংখ্যার তথ্য জানার জন্য দশ বছর অপেক্ষা করতে হবে? কেন দেড় হাজার কোটি টাকা খরচ করতে হবে?

নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্কের মতো দেশগুলো কীভাবে জনসংখ্যার হালনাগাদ তথ্য প্রকাশ করে, তা পর্যালোচনা করতে বিবিএসকে (পরিসংখ্যান ব্যুরো) নির্দেশ দেন এম এ মান্নান। প্রয়োজনে তাদের কাছ থেকেও সহযোগিতা নেয়ার কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, এটাই যাতে শেষ জনশুমারি হয়। জনসংখ্যার তথ্য জানতে এরপর আমাদের যাতে আরো দশ বছর অপেক্ষা করতে না হয়। প্রয়োজনে দশ বছর পরপর জনশুমারি না করে এক বছরের মধ্যে জনসংখ্যার তথ্য দেয়া–সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে দেয়া হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পরিকল্পনামন্ত্রী,খরচ,টাকা,জনশুমারি,এম এ মান্নান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close